ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:৪৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ১৪ দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, August 25, 2022 - 11:58 pm

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা দেশের গনতন্ত্র রক্ষায় এবং স্বাধীনতাবিরোধী শক্তির অপচেষ্টাকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আগামি দিনে জোটের কার্যক্রম আরাও গতিশীল করতে ১৪ দলের নেতৃবৃন্দকে সক্রিয় ও ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলীয় জোটের এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন প্রমুখ।

মতবিনিময় সভায় সরকার বিরোধী ষড়যন্ত্র ও স্বাধীনতাবিরোধী শক্তির অপচেষ্টাকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ১৪ দলের নেতৃবৃন্দ। এসময় শোকের মাস আগস্ট শেষ হওয়ার পর স্থানীয় ১৪ দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পূর্বে জননেতা বাদশা জোটের শরীক দল জাসদ মহানগরের সভাপতি আব্দুল্লা আল মাসুদ শিবলীর সাথে জোটের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।