ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ২:৩০ পূর্বাহ্ন

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনের তারিখ পেছাল ৯১ বার

  • আপডেট: Wednesday, August 24, 2022 - 12:00 pm

অনলাইন ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ করার জন্য এখন পর্যন্ত ৯১ বার তারিখ নিলেন।

আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে র্যামপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যা ব) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা র্যা্বের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট খন্দকার শফিকুল আলম প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত শেষ করতে দেরি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন পৃথক দুটি আদালত।

সোনালী/জেআর

Proudly Designed by: Softs Cloud