ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:৫১ অপরাহ্ন

রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, August 23, 2022 - 11:32 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুর ৩টার দিকে পবা উপজেলার দামকুড়া থানার আলীমগঞ্জ থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই যুবকের নাম রাসেল (৩২)। তিনি নগরীর শাহমখদুম থানার কূলপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার রাসেল জব্দকৃত ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ ইয়াবা নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করছিলো। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।