ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:৩৮ পূর্বাহ্ন

বিভিন্ন উপজেলায় গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল সমাবেশ ও দোয়া

  • আপডেট: Sunday, August 21, 2022 - 11:08 pm

সোনালী ডেস্ক: ভয়াল ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পবা
পবায় গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত শহীদ আইভি রহমানসহ সকল শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পবা উপজেলা যুবলীগের উদ্যোগে নওহাটা মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ্, পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান। পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু। বক্তব্য রাখেন জেলা যুবলীগ দপ্তর-সম্পাদক মিজানুর রহমান (পল্লব), সদস্য মুক্তার হোসেন, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, নওহাটা পৌর যুবলীগ সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুল হক, হরিপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু প্রমুখ। সভার শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

তানোর
তানোর প্রতিনিধি জানান, গ্রেনেড হামলার প্রতিবাদে তানোরে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ডাক বাংলো থেকে শুরু হয়ে গোল্লাপাড়া বাজারসহ প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে তানোর থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা যুবলীগ সভাপতি তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন। তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলালীগ সভাপতি সোনিয়া সরদার, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ প্রমুখ।

বাঘা
বাঘা প্রতিনিধি জানান, বাঘায় গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইফুল হাসনাত মাহমুদ রফিজ। আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকুনুজ্জামান রিন্টু। উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ইলিয়াস আহম্মেদ সোনার সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, ওয়াহেদ সাদিক কবির, মাসুদ রানা তিলু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, ফাতেমা মাসুদ লতা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।

গোমস্তাপুর
গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের ২ আসনের সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের ২ আসনের সাবেক সংসদ সদস্য ও (ভারপ্রাপ্ত) জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। আরো বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, গোমস্তাপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম, রহনপুর পৌরসভার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস প্রমুখ।

নিয়ামতপুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বিএনপি। রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা শুরু করেছে। নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ সময় আরও বক্তব্য রাখেন সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমূখ।

মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, মান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ সমাবেশে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ শেখ, সহ সভাপতি মির্জা মাহবুব বাচ্চু ও আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও আবু বাক্কর সিদ্দিক, সদস্য মকবুল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক মোমেনা খাতুন, ছাত্রলীগের সভাপতি মুজাদ্দিদ আল হাবিব মারুফ প্রমূখ।

লালপুর
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে উপজেলা আওয়ামীলীগ পৃথকভাবে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফুর নেতৃত্বে লালপুরে এবং বর্তমান সাংসদ শহীদুল ইসলাম বকুল ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগরের নেতৃত্বে গোপালপুর পৌর এলাকায় পৃথক কর্মসূচি পালন করে। এসময় উভয় পক্ষকে উপজেলা আওয়ামীলীগের ব্যানার ব্যবহার করতে দেখা যায়।

বদলগাছী
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, বদলগাছীতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলোতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ বদলগাছী উপজেলা শাখার সভাপতি আবু খালেদ বুলু। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, আওয়ামী লীগ সহ সাধারন সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল ও জহুরুল ইসলাম স্বাধীন, প্রচার সম্পাদক তৌফিক মান্নান পলাশ, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি আবু শাহিন, সাঃ সম্পাদক সুব্রত কুমার, উপজেলা যুবলীগ সভাপতি ইনামুল আল হাসান তিতু, সাঃ সম্পাদক জনি আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি রাহেলা চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল হক হিরো প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয় এবং ২১ আগষ্টে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় ২১ আগষ্ট গ্রেনেড হামলার বিচার চেয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলসহ আরও অনেকেই। প্রতিবাদ সমাবেশ শেষে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে দলটির নেতা-কর্মীরা।

পার্বতীপুর
পার্বতীপুর প্রতিনিধি জানান, আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখার উদ্দ্যোগে গ্রেনেড হামলা দিবস পালিত হয়। দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ হাফিজুল ইসলাম প্রামাণিক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, সহ সভাপতি রফিকুল ইসলাম শাহ্্, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন, রুহুল আমিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।