ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ৮:৫১ অপরাহ্ন

নিজের নামে পরিবর্তন আনছেন আলিয়া!

  • আপডেট: Sunday, August 21, 2022 - 3:49 pm

অনলাইন ডেস্ক: টানা পাঁচ বছর প্রেমের পর চলতি বছরের এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আলিয়া ভাট। বিয়ের আড়াই মাস যেতে না যেতেই জুনে মা হতে যাওয়ার খবর জানান এই বলিউড অভিনেত্রী।

এবার নিজের নাম পরিবর্তনের খবর জানালেন আলিয়া। শিগগিরই নামের সঙ্গে কাপুর পদবি জুড়ে দেবেন এই তারকা। মিড ডে’তে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলিয়া জানান, পাসপোর্টসহ অন্যান্য নথিপত্রে তার নাম পরিবর্তন করতে চলেছেন। বিয়ের পরপরই এই পরিকল্পনা করেছেন তিনি, কিন্তু অনেক আন্তর্জাতিক ভ্রমণের কারণে এটি করার সুযোগ পাননি।

কেন তিনি নাম পরিবর্তন করতে চান সে বিষয়ে আলিয়া বলেন, ‘আমরা এখন সন্তান নিতে যাচ্ছি। আমি ভাট হতে চাই না, যখন কাপুররা একসঙ্গে বেড়াতে যাচ্ছে; আপনি জানেন আমি কী বলতে চাচ্ছি? আমি একা বোধ করতে চাই না। ’

সেই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়- নাম পরিবর্তন করে ‘আলিয়া ভাট কাপুর’ রাখবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি আলিয়া ভাট থাকব, সব সময় থাকব এবং এখন আমিও একজন কাপুর। ’

অন্যদিকে, বিয়ের পরপরই আলিয়ার স্বামী রণবীর কাপুর তার পাসপোর্টে বৈবাহিক অবস্থা পরিবর্তন করেছিলেন।

সোনালী/জেআর