এমপি বাদশার সাথে বেনানাশিস সদস্যদের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সাথে বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ (বেনানাশিস) এর আঞ্চলিক পরিষদের নবনির্বাচিত সদস্যরা সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
রোববার সন্ধ্যায় সংসদ সদস্যর ব্যক্তিগত কার্যালয়ে বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ (বেনানাশিস) এর আঞ্চলিক পরিষদের নবনির্বাচিত প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ (বেনানাশিস) এর সভাপতি মো. ওয়াজেদ আলী খাঁন, সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুম আখতারুজ্জামান অনিক, প্রচার সম্পাদক গোলাম মর্তুজা হেনা, অর্থ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক লুবনা রশিদ সিদ্দিকা, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, নির্বাহী সদস্য রান্টু আহমেদ, আরিফউজ্জামান নবাব, আঞ্জুমান আরা শিফা প্রমুখ।
উল্লেখ্য, বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ (বেনানাশিস) সদস্যগণের সাথে সংসদ সংস্যর সাক্ষাৎ কালে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় সংগঠনের উন্নয়নে তিনি দিক নির্দেশনামুলক পরামর্শ দেন।