প্রকাশ্যে শোক দিবসের ব্যানার ছিড়ল বিএনপি
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রকাশ্যে জাতীয় শোক দিবসে প্রদর্শিত ব্যানার ছিড়ে ফেলেছে স্থানীয় বিএনপির কর্মীরা। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, গত শুক্রবার বিকেলে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে শহরের সাহেব বাজার এলাকায় দলটির কর্মীরা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানারগুলো ছিড়ে অসম্মানজনকভাবে পা দিয়ে অন্য দিকে ঠেলে দেয় এবং উল্লাস করে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণ্যমাধ্যমে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শনিবার দেয়া ওই বার্তায় তিনি বলেন, ‘শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধুকে অবমাননা করা স্বাধীনতাবিরোধী রাজনীতির পরিচয় বহন করে।’
বিএনপিকে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে জেষ্ঠ্য এই রাজনীতিক বলেন, ‘রাজশাহীর মাটিতে মুক্তিযুদ্ধবিরোধী কোন কর্মকাণ্ডকে আমরা মেনে নিতে পারি না। যারা এসব করছে বা করতে চায়, তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।’ ফজলে হোসেন বাদশা ন্যক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।