ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:৩২ পূর্বাহ্ন

অস্ত্র ও গুলিসসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট: Thursday, August 11, 2022 - 11:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় অস্ত্র ও গুলিসহ আমজাদ আলী (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫। গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার দেবত্তর বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, একটি গুলি ভর্তি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমজাদ আলী পুঠিয়া উপজেলার রঘুরামপুর শিবপুর গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে। গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার সকালে আমজাদ আলীকে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে র‌্যাব।

র‌্যাব ৫-এর গণমাধ্যম শাখা থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী।