ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:০৮ পূর্বাহ্ন

ট্রাকের সাথে সংঘর্ষে দলিল লেখকের মৃত্যু

  • আপডেট: Thursday, August 11, 2022 - 11:25 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দলিল লেখক মাহফুজ হোসেন (৪৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় সিটি বাইপাস ওভয়ের মোড় এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি পবা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ নিজ গ্রাম পবার আফিনেপালপাড়ায় অনুষ্ঠিত হবে।

এদিকে পবা উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন সভাপতি এসএম আয়নাল হক ও সাধারণ সম্পাদক লুৎফার রহমান তারেক।