ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:৪৫ অপরাহ্ন

ডলারের দাম বাড়লো আরও ৩০ পয়সা

  • আপডেট: Monday, August 8, 2022 - 9:56 pm

 

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের দাম আবারও বাড়িয়েছে। এতে আরেক দফা কমলো টাকার মান। এর ফলে প্রতি ডলারের দাম ৩০ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা। আগে যা ছিল ৯৪ টাকা ৭০ পয়সা।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংক নতুন দামে ১৩৯ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে। এদিন ডলার বিক্রির পর বৈ‌দে‌শিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৩৯.৫৬ বিলিয়ন ডলা‌রে।

নিয়ম অনুযায়ী, এটিই ডলারের আনুষ্ঠানিক দর। অবশ্য গত মে মাসের শুরুর দিকে ডলারের দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। সেই হিসাবে দেড় মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ৫৫ পয়সা।

এদিকে এদিন কার্ব মার্কেট বা খোলা বাজারে ডলার নগদ কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১৪ থেকে ১১৫ টাকা। আর বা‌ণি‌জ্যিক ব্যাংকগুলোতে ১০৭ থেকে ১০৮ টাকা পর্যন্ত দামে নগদ ডলার বি‌ক্রি হচ্ছে।