ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:৫৩ পূর্বাহ্ন

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে কৃষি উৎপাদনে প্রভাব পড়বে না

  • আপডেট: Sunday, August 7, 2022 - 10:28 pm

 

অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কৃষকের লাভ কম হবে, কিন্তু উৎপাদন কম হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। রোববার বেলা ১১টায় কুমিল্লা শিল্পকলা একাডেমির হল রুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কৃষকের লাভ কম হবে। কিন্তু উৎপাদন কম হবে না। আগে ১১০০ বা ১ হাজার টাকায় এক মণ ধান বিক্রি করে ১০০-১৫০ টাকা লাভ হতো। এখন হয়ত লাভটা কম হবে। কিন্তু উৎপাদন কমবে না। এ দেশের চাষিরা এত ত্যাগী তারা বউয়ের গয়না বিক্রি করে, গরু-ছাগল বিক্রি করে সার কিনে জমিতে দেয়।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বার বার বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাবে। আমরা আবার তেলের দাম কমিয়ে নেবো। মানে দেশকে তো আমরা পুরো ঝুঁকির মধ্যে নিতে পারি না। এখন তেলে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, ফলে সরকারি গুদাম, সরকারি রিজার্ভ একদম কমে যাবে, তখন সারা জাতি একটা হুমকির মুখে পড়বে। তার চেয়ে এখন কিছুটা কষ্ট করে আমরা সাবধান হই।