ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:০৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

  • আপডেট: Saturday, August 6, 2022 - 11:13 pm

 

অনলাইন ডেস্ক: গত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমছে। শনিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৯০ ডলারেরও নিচে নেমে এসেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যা সর্বনিম্ন।

অয়েল প্রাইস ডটকমের তথ্য অনুসারে, আন্তর্জাতিক বাজারে যে দুই ধরনের অপরিশোধিত তেল পাওয়া যায় প্রতিটির দামই নিম্নমুখি। বর্তমানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৮৮ ডলার ৫৪ সেন্টে বিক্রি হয়েছে। অপরদিকে ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৯৪ ডলার ১২ সেন্টে।

ব্লুমবাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব পড়ছে জ্বালানি তেলের দামের ওপর। ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে আবারও করোনার বিস্তার বৃদ্ধি পাওয়ায় কারণে তেলের চাহিদা হ্রাস পেতে শুরু করেছে। অন্যদিকে বিশ্বের সবথেকে বড় তেল আমদানিকারক দেশ চীনে অর্থনৈতিক কার্যক্রম হ্রাস পাওয়ার কারণে দেশটির তেল আমদানি কমিয়ে দেয়াও বিশ্ব বাজারে তেলের মূল্য হ্রাসের কারণ হতে পারে।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে এক পর্যায়ে ব্যারেল প্রতি ১৩৯ ডলারে উঠেছিলো। বেশ কিছুদিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ১১০ থেকে ১১৫ ডলারের মধ্যে ওঠানামা করছিলো। দীর্ঘদিন ধরে তেলের দাম বেশি থাকায় বিপাকে পড়েছিলো আমদানিকারক দেশগুলো। ইউরোপ ও উত্তর আমেরিকার অর্থনীতিতেও ব্যাপক চাপ পড়ে। উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলোর ফরেন কারেন্সির রিজার্ভ ফাঁকা হয়ে আসে তেল আমদানি করতে গিয়ে। এর প্রভাব পড়ে অন্য পণ্যের মূল্যেও।

তবে গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব অর্থনীতিতে মন্দার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম অল্প অল্প করে কমছিল। এবার সেটি প্রায় যুদ্ধ পূর্ববর্তী সময়ের কাছাকাছি নেমে এসেছে।