ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:০১ পূর্বাহ্ন

মেয়াদোর্ত্তীণ রোগনির্ণয় ওষুধ, ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Wednesday, August 3, 2022 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মেয়াদোর্ত্তীণ রোগনির্ণয় ওষুধ রাখায় আল-আরাফা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নগরীর হেঁতেমখা এলাকার ওই প্রতিষ্ঠানে গিয়ে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে পরিচালনা করেন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। আল-আরাফা ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রোগনির্ণয় ওষুধ পাওয়া যায়। এসব ওষুধ দিয়ে দীর্ঘদিন রোগ নির্ণয় করছিল প্রতিষ্ঠানটি। এ ঘটনায় আল আরাফা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া আলাদা অভিযানে লাইসেন্স-বিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে নগরীর ঘোষপাড়া এলাকায় ইসলাম ট্রেডার্সকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

হাসান আল মারুফ জানান, তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেন জানান তিনি।