ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:০৮ অপরাহ্ন

পবায় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

  • আপডেট: Wednesday, August 3, 2022 - 10:03 pm

 

স্টাফ রিপোর্টার: পবায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহীদদের স্মরণে ও জাতীয় শোক দিবসের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি গৃহিত হয়।

প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। সভায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম। উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।