ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ৬:০১ অপরাহ্ন

রাজশাহীতে ইয়াবার চালান এনে গ্রেপ্তার রোহিঙ্গা যুবক

  • আপডেট: Monday, August 1, 2022 - 11:05 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ইয়াবার একটি চালান এনে গ্রেপ্তার হয়েছেন এক রোহিঙ্গা যুবক। তার নাম মো. হাবিবুল্লাহ (২৯)। কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা তিনি। বাবার নাম মো. বকসু।

রোহিঙ্গা যুবক হাবিবুল্লাহ কক্সবাজার থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে রাজু আহম্মেদের (৩১) বাড়িতে এনেছিলেন এক হাজার পিস ইয়াবার এই চালান। সেখানেই অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। তার সঙ্গে বাড়ির মালিক রাজুকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে এক হাজার পিস ইয়াবা বড়ি।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজুর বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আরও একজন পালিয়ে গেছেন। এ ব্যাপারে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুঠিয়া থানায় একটি মামলা করা হয়েছে।

 

 

Proudly Designed by: Softs Cloud