পুঠিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু
পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন উপজেলার জিউপাড়া ইউনিয়নের গাঁওপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
জিউপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য ছাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে নিহত ফারুক মাঠে ধান রোপনের জন্য জমি প্রস্তুত করছিল। সে সময় বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে সে বিলের মধ্যে মারা যায়। এ সময় পরিবারের লোকজন তাকে মাঠে খুঁজতে গিয়ে দেখেন সে জমিতেই মরে পড়ে আছে। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়। সন্ধ্যা ৬ টার দিকে তার জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা যাওয়ার বিষয়টি শুনেছি। সন্ধ্যার দিকে পারিবারিক ভাবে তার লাশ দাফন সম্পন্ন হয়।