ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১১:৫৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন

  • আপডেট: Thursday, July 21, 2022 - 11:22 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: কাজ না করেই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দকৃত ৫ টি প্রকল্পের ৬ লাখ ২৩ হাজার সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বেলতৈল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকাবাসী।

এ দাবীতে বৃহস্পতিবার সকালে উপজেলার বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেলতৈল ইউনিয়নের বেতকান্দি এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে প্রায় ২’শতাধিক দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।

বিক্ষোভ মিছিল শেষে ইউপি পরিষদ চত্বরে বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী মোল¬া, সাবেক সাধারন সম্পাদক লোটাস প্রমূখ।

বক্তারা বলেন, ২০২১-২০২২ অর্থবছরে বেলতৈল ইউপির অনুকূলে বরাদ্দকৃত ৫টি প্রকল্পের কাজ না করেই চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রায় ৬ লাখ ২৩ হাজার টাকা আত্মসাত করেছেন। অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান বক্তারা। এর ব্যাত্যয় হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারী দেন বক্তারা।

এ বিষয়ে বেলতৈল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়। সকল প্রকল্পের কাজই করা হয়েছে।’