ঢাকা | মে ২, ২০২৫ - ৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাট প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকের ইন্তেকাল

  • আপডেট: Monday, July 18, 2022 - 10:46 pm

 

চারঘাট প্রতিনিধি: চারঘাট প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের চারঘাট প্রতিনিধি ও চারঘাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক এস এম মোজাম্মেল হক রোববার দিনগত রাত ২টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে— রাজেউন)।

সোমবার দুপুর ২ টার সময় তার গ্রামের বাড়ি চারঘাট পৌরসভার গোপালপুর ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক সন্তান স্ত্রী ও পিতা মাতা ভাই বোনসহ অত্মীয়স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সাহাজ উদ্দিন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সাধারন সম্পাদক মুরাদ পাশা, সুজন রাজশাহী জেলা কমিটির সভাপতি সফি উদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি রফিকুল আলম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক বাবর আলী, সহ সভাপতি আহসান হাবীব, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাসসহ সকল সদস্য বৃন্দ, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, সাধারন সম্পাদক নুরুজ্জামান, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, অর্থ সম্পাদক ময়েনউদ্দিন পিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS