ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১০:৩৮ অপরাহ্ন

নামাজের সময় ছাড়া মসজিদে এসি বন্ধ রাখার অনুরোধ

  • আপডেট: Monday, July 18, 2022 - 8:03 pm

 

অনলাইন ডেস্ক: নামাজের সময় ছাড়া মসজিদে এসি ব্যবহার না করার অনুরোধ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শুধু নামাজের সময় এসি চালানো যাবে। মসজিদে সব সময়ের জন্য এসি বন্ধ রাখতে বলা হয়নি। উপাসনালয়গুলোতে বিপুলসংখ্যক এসি ব্যবহার করছি আমরা, এক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার। আপনারা কেবলমাত্র নামাজের সময় এসি ব্যবহার করবেন আর বাকি সময় এসি বন্ধ রাখবেন।

এ সময় নসরুল হামিদ বলেন, অনেক জায়গায় দেখেছি, নামাজের সময় বাদেও এসি চালানো হয়। এ জন্য আমি অনুরোধ করব, একটি নির্দিষ্ট সময়ে এসি চালানোর জন্য। পরবর্তী সময়ে যতটুকু সম্ভব বিদ্যুত সাশ্রয় করুন, এটিই আমার অনুরোধ।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বেশি বলে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং কোভিড-পরবর্তী চাহিদা বাড়ায় আগামী কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম বাড়তির দিকে থাকবে বলেই পূর্বাভাস আছে।

গত এক যুগে বিদ্যুৎ খাতে নানা পদক্ষেপের পরও বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে লোডশেডিং ফিরে আসার পর অসন্তোষের মধ্যে গত ৫ জুলাই এই সংকটের কারণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওইদিন সরকারপ্রধান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাসসহ বিদ্যুৎ তৈরির উপকরণের দাম বেড়ে গেছে। সেই সঙ্গে পরিবহনব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। বিশ্বের অনেক দেশেই বিদ্যুতের জন্য হাহাকার তৈরি হয়েছে।