ঢাকা | মে ১৯, ২০২৪ - ৯:৪৪ পূর্বাহ্ন

ভোলার সাগরে ‘রহস্যময়’ নৌযান, লুটপাটের অভিযোগ

  • আপডেট: Friday, July 15, 2022 - 4:55 pm

অনলাইন ডেস্ক: গত দুই দিন ধরে ভোলার চরফ্যাশনের সাগর মোহনা চর নিজামে ভাসছে জনমানবহীন একটি বিদেশি নৌযান। পাথর বোঝাই এ নৌযান নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কেউ কেউ এটাকে ‘রহস্যময়’ নৌযান বলছেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে নৌযানটি প্রথম দেখা গেলেও এখনো হেফাজতে নেয়নি প্রশাসন। আর সেই সুযোগে স্থানীয়রা ট্রলারে করে গিয়ে নৌযানটির মালামাল লুট করছেন বলে অভিযোগ উঠেছে।

‘রহস্যময়’ নৌযানের গায়ে ইংরেজিতে ‘আল কুবতান’ লেখা আছে বলে জানিয়েছেন সেখানে যাওয়া লোকজন।

স্থানীয় কোস্টগার্ড নৌযানটির নিয়ন্ত্রণ নিতে কাজ করছে বলে শুক্রবার (১৫ জুলাই) সকালে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ওই নৌযানের ওপরে একটি এক্সকেভেটর (ভেকু), একটি পাথর ভাঙার মেশিন, পাথরসহ বেশকিছু সরঞ্জামাদি আছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নৌযানটি দেখতে পান তারা। সাগর উত্তাল থাকায় প্রশাসনের কেউ সেখানে যেতে পারেনি।

ইতোমধ্যে স্থানীয়রা নৌযানের যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এটা কোথা থেকে বা কীভাবে এখানে এসেছে তা কেউই বলতে পারছেন না।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নৌযানটি একটি বার্জ হতে পারে। সে কারণে এতে নাবিক নেই। কারণ এর ওপর মালামাল রেখে অন্য জাহাজ দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। কোনো জাহাজ থেকে এটা বিচ্ছিন্ন হয়ে ভাসতে ভাসতে সেখানে এসেছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, নৌযানটির নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়া থাকায় এটার নিয়ন্ত্রণ নিতে বিলম্ব হচ্ছে।

সোনালী/জেআর