ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:৫৪ অপরাহ্ন

রাজশাহীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, July 13, 2022 - 10:38 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. কালু (৪১)। রাজশাহী নগরীর সাতবাড়িয়া এলাকায় তার বাড়ি।

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার সন্ধ্যায় সাতবাড়িয়া দেওয়ানিয়া হাফেজিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে মো. মিলন নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছেন। আর কালুকে ৭০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।