পবায় মানবিক সহায়তায় নগদ টাকা বিতরণ
স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা হলরুমে চিকিৎসা, শিক্ষার জন্য দুঃস্থ, অস্বচ্ছল ও গরীব অসহায়দের মাঝে এসব টাকা বিতরণ করা হয়।
পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে টাকা বিতরণ করেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজিসহ উপকারভোগি ব্যক্তিবর্গ।