ঈদে আতশবাজি-পটকা ফুটানো নিষিদ্ধ
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহার সময় রাজশাহী শহরে আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঈদের আগের দিন থেকে পরদিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এই নিষেধাজ্ঞা জারি করেছে।
এক বিজ্ঞপ্তিতে আরএমপি জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরএমপি কমিশনার তার অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা দিয়েছেন। নির্ধারিত সময়ে অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি বা ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে। ঈদের নামাজের জন্য ঈদগাহে জায়নামাজ ছাড়া কোন ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোন দ্রব্য নিয়ে যাওয়া যাবে না।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আরএমপি।