পবায় তৃতীয় লিঙ্গদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ
স্টাফ রিপোর্টার: পবায় হিজড়া জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ হয়েছে। এছাড়াও এদিন নওহাটা প্রতিবন্ধী সংস্থার সদস্যদের মাঝেও প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর উপহার এ খাদ্য সামগ্রী বিতরণ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা। উপস্থিত ছিলেন নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজি, আওয়ামী লীগ নেতা জয়নাল হোসেন, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি মিস রিংকি, দপ্তর সম্পাদক মিস সোনালী প্রমুখ।