ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৫:১৩ অপরাহ্ন

রুয়েট প্রশাসনের সাথে বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

  • আপডেট: Tuesday, June 28, 2022 - 10:55 pm

 

প্রেস বিজ্ঞপ্তি: স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট প্রশাসনের সাথে বিভিন্ন বিভাগ এবং প্রকৌশল শাখার ২০২২-২০২৩ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মন্ডল, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।

এবারই প্রথম রুয়েটে এই ধরণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রথম ধাপে ১৮টি বিভাগ এবং প্রকৌশল শাখার সাথে চুক্তি স্বাক্ষর হয়। পর্যায়ক্রমে অন্যান্য দপ্তর ও শাখাগুলোর সাথে এই চুক্তি স্বাক্ষরিত হবে।