ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১০:৫৪ অপরাহ্ন

ডিসেম্বরের মধ্যেই ৫ জি চালুর প্রস্তুতি

  • আপডেট: Tuesday, June 28, 2022 - 6:58 pm

 

অনলাইন ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পঞ্চম প্রজন্মের টেলিকম সেবা চালুর প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার রাজধানীতে এক কর্মশালায় এ কথা জানান সংস্থার চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

ফোরজিতে যেখানে গতি চার এমবিপিএস সেখানে ফাইভ-জিতে সেকেন্ডে সর্বনিম্ন গতি থাকবে প্রায় ২০ এমবিপিএস। পঞ্চম প্রজন্মের এ টেলিকম সেবায় তথ্যপ্রযুক্তি ও অটোমোবাইলসহ শিল্পক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্টরা।

গত বছরের ১২ ডিসেম্বর বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মতো পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করে বাংলাদেশ। রাষ্ট্রীয় অপারেটর টেলিটককের মাধ্যমে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, ধানমণ্ডি ৩২ সহ গুরুত্বপূর্ণ ৬টি স্থাপনায় পঞ্চম প্রজন্মের এ টেলিকম সেবা চালু হয়।

এরপর দেশে ফাইভ-জি সেবার বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে জোরেশোরে মাঠে নামে সরকার। চলতি বছরের ৩১ মার্চ দ্রুতগতির ফাইভ-জি সেবার তরঙ্গ নিলাম হয়। যেখানে প্রায় ১০ হাজার কোটি টাকায় ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয় মোবাইল অপারেটররা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার (২৮ জুন) এক অনুষ্ঠানে দেশে ফাইভ-জির বাণিজ্যিক কার্যক্রম চালুর দিনক্ষণ ঘোষণা করলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।