ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৮:৩৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপডেট: Monday, June 27, 2022 - 10:29 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল, ৬০০ পিস ইয়াবা বড়ি ও ৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. রুবেল (৩১)। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বসড়ি হাড়ুপুরে তার বাড়ি।

রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রোববার দিবাগত রাতে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া চালনা সাকো তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নগর পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকদ্রব্য গুলো বিক্রির উদ্দেশ্যে রাজশাহী শহরে নিয়ে যাচ্ছিলেন রুবেল। তখন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।