ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:২০ পূর্বাহ্ন

মাদক থেকে দূরে রাখতে সন্তানকে বেশি সময় দেওয়ার পরামর্শ

  • আপডেট: Sunday, June 26, 2022 - 9:47 pm

স্টাফ রিপোর্টার: মাদক থেকে সন্তানকে দূরে রাখতে তাকে বেশি করে সময় দেওয়া জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। তিনি বলেন, ‘সন্তানকে বন্ধুর মত করে ফেলেন। তাহলে তারা মাদকের কাছে যাবে না। একবার আপনার সন্তানকে নেশা পেয়ে বসলে সারাজীবন শেষ। কোথাও মুখ দেখাতে পারবেন না। এটা থেকে বের হবার সহজ উপায় আপনার ছেলে-মেয়েকে সময় দিন। নয়তো আপনাকে পস্তাতে হবে।’

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্নাঢ্য র‌্যালীও অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ আরও বলেন, ‘নিঃসন্তান একটি দম্পতির হাহাকার দেখেন। তারা মনে করে একটি সন্তান যদি পেতাম তাহলে তাকে মনের মত মানুষ করতাম। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে। আপনি সন্তানকে মানুষের মত মানুষ করতে পারবেন। কিন্তু আপনি সন্তানকে সময় দিলেন না। স্নেহ থেকে বঞ্চিত হয়ে সে মাদক নেওয়া শুরু করলো। এরপর আপনি তাকে যতই স্নেহ দেন না কেন, তাকে মাদক থেকে আর ফেরাতে পারবেন না। তাই সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘নতুররা তো ভুল করবেই। এখন ডিজিটাল যুগ। এই মোবাইলে কত ভালো ভালো জিনিস আছে সেদিকে না গিয়ে বাজে বাজে জিনিসের দিকে যাবে। নিষিদ্ধ জিনিসের প্রতি নতুনদের দূর্বল আগ্রহ। তাই এ বিষয়ে অভিভাবকদেরই সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, জেলার সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন। এছাড়াও আরো বক্তব্য রাখেন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) এর নির্বাহী পরিচালক মো. আবুল বাশার পল্টু, রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রী কায়নাত এরশাদ ও রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাব্বির রহমান।

র‌্যালিতে আরো অংশগ্রহণ করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) ইশতিয়াক মজনুন ইশতিসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, নগরীর বিভিন্ন মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রে প্রতিনিধি এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।