ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৬:২৭ অপরাহ্ন

পুঠিয়ায় ট্রাক চাপায় ভ্যানযাত্রী নিহত

  • আপডেট: Wednesday, June 22, 2022 - 10:52 pm

 

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় ব্যাটারি চালিত ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন সাদিকুল ইসলাম (৩৭)। নিহত সাদিকুল ইসলাম উপজেলার বেলপুকুর ইউনিয়নের কাজিরপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর পোল্লাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পথচারি আব্দুর রহমান বলেন, সন্ধ্যার দিকে নিহত সাদিকুল ভ্যানযোগে বানেশ্বর বাজার থেকে লবন নিয়ে বাড়ি ফিরছিল। পথে পোল্লাপুকুর এলাকায় আসামাত্র ভ্যানের এক্সেল ভেঙ্গে যায়। সে সময় সাদিকুল ছিটকে সড়কে পড়ে যায়। সে সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে বেলপুকুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে অজ্ঞাত একটি গাড়ির চাপায় একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।