ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৭:৪৪ অপরাহ্ন

ঈদের আগের ১০ দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান

  • আপডেট: Wednesday, June 22, 2022 - 7:48 pm

 

অনলাইন ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সাশ্রয়ে রাত ৮টার পর এখন দোকান বন্ধ রাখা হলেও ব্যবসায়ীদের দাবিতে ঈদের আগের ১০ দিন রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে পারবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে জনসাধারণের সুবিধায় সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণি বিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করেছে। যার অর্থ ১০ জুলাইয়ের পর আগের মতোই রাত ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ করতে হবে।

গ্যাস, বিদ্যুতের সাশ্রয়ের উদ্দেশ্যে শ্রম আইন অনুযায়ী গত সোমবার থেকে সারাদেশে রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট, বিপণি বিতান বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে শ্রম মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছিল।

এরপর ব্যবসায়ীদের পক্ষ থেকে ঈদ উপলক্ষে বিপণি বিতানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি তোলা হয়েছিল। দোকান মালিক সমিতি বৈঠকেই সেই দাবি জানালে তা বিবেচনার কথা বলেছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান।