ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৩১ অপরাহ্ন

পুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে সার ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট: Tuesday, June 21, 2022 - 10:55 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় বিদ্যুৎ লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মুনসুর রহমান (৭০) নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুনসুর রহমান কাজিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পাশের কার্তিকপাড়া বাজারের সার ও কীটনাশকের ব্যবসা করেন।

মৃতের নাতি আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার দুপুরের খাবার শেষে দাদা দোকানে যান। সে সময় দোকানের ফ্যানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখতে পান। এরপর তিনি তারে বিদ্যুতের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হোন। বিষয়টি পাশের লোকজন বুঝতে পেরে সেখান থেকে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মুনসুর রহমান মারা যান। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।