ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১০:৫৪ পূর্বাহ্ন

আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা, শনাক্তের হার ১০.৮৭ শতাংশ

  • আপডেট: Monday, June 20, 2022 - 7:22 pm

 

অনলাইন ডেস্ক: গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে।একই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৮৭৩ জন।

নতুন শনাক্ত নিয়ে দেশে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনে। একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন রোববার এ হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন। এদিন ৮ হাজার ৪৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।