ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৯:৪৪ অপরাহ্ন

স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ক্ষোভে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট: Sunday, June 19, 2022 - 11:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার ক্ষোভে মুকুল হোসেন (৪৫) নামের এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মুকুলের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায়।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর শাহমখদুম থানার নামুপাড়া মহল্লায় এই খুনের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। তার নাম পিতন আলী (৪৭)। রাজশাহী নগরীর রানীনগর সাধুর মোড় এলাকায় তার বাড়ি। বাবার নাম আবদুল লতিফ। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পিতন আলীর স্ত্রীকে নিয়ে সম্প্রতি পালিয়েছিলেন মুকুল হোসেন। পিতন এই ক্ষোভ থেকে মুকুলকে ছুরিকাঘাত করেন। এতে তার মৃত্যু হয়।

ওসি জানান, ছুরিকাঘাতের পর পিতন ট্রাকে উঠে পালাচ্ছিলেন। তখন পুলিশ তাকে ধরেছে। সে সময় পড়ে গিয়ে পিতন কিছুটা আহতও হয়েছেন। চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুকুলের মরদেহটিও ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS