ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:১৮ অপরাহ্ন

চারঘাট ইউপি উপনির্বাচনে নৌকা প্রার্থী নির্বাচিত

  • আপডেট: Wednesday, June 15, 2022 - 11:27 pm

 

চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমান মতি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী মোট ভোট পেয়েছেন ৭ হাজার ১১৫। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান মিটুল পেয়েছেন ১ হাজার ২০৬ ভোট। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ইউনিয়নটিতে পুরুষ ভোটার ৮ হাজার ৮৩৭ জন ও নারী ভোটার ৮ হাজার ৬৭৮ জনসহ মোট ভোটার রয়েছে ১৭ হাজার ৫১৫ জন। নির্বাচনে মোট বৈধ ভোট পড়েছে ৯ হাজার ৭৫২। এর মধ্যে নৌকা ৭ হাজার ১১৫ ভোট, ঘোড়া ১ হাজার ২০৬, মোটরসাইকেল ৭৪৫ ও আনারস ৬৮৬ ভোট পেয়েছে।

এর আগে চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর (২০২১) ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলুল হক চেয়ারম্যান নির্বাচিত হন। গত ৬ মার্চ তিনি মৃত্যুবরণ করলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়। যার কারণে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।