ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনমূলক মানববন্ধন

  • আপডেট: Wednesday, June 15, 2022 - 11:05 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনমূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর আলুপট্টি মোড়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব এ আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ দূষণ বর্তমানে এক অসহনীয় মাত্রায় পৌঁছেছে। নানাভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের কারণগুলোর মধ্যে শব্দদূষণ একটি। সেটা সমস্যা মনে হলেও অসচেতনতার কারণে বলে থাকি এটার নিরসন সম্ভব নয়। কিন্তু এ সমস্যাগুলো মানুষেরই তৈরি। আমরা একটু সচেতনতা অবলম্বন করলেই এ সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

মানববন্ধনে বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক নাহিদ হাসা, বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম, সদস্য রিজওয়ান, মাইশা, রাকিব, তুষার, আরিফ, নূর, সাজিদ, সাবরিনা প্রমুখ।