ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৪:৫৩ পূর্বাহ্ন

পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে রাজশাহীতে প্রস্তুতি সভা

  • আপডেট: Wednesday, June 15, 2022 - 9:50 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল কাক্সিক্ষত এই সেতুর উদ্বোধনের রাজশাহীতেও থাকবে আয়োজন। এ উপলক্ষে বুধবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল আরিফ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী এমএ হাকিম, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান, জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের প্রমুখ।