ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৭:০৮ পূর্বাহ্ন

জয় পেয়েছে রাইমা রেঞ্জার্স ও এসএস আলম স্মৃতি সংঘ

  • আপডেট: Tuesday, June 14, 2022 - 10:41 pm

 

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু রাজশাহী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরে পর পর দুই ম্যাচে হারের পর অবশেষে জয় পেল তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া রাইমা রেঞ্জার্স। দিনের অন্য খেলায় মুক্তি সংঘকে হারিয়ে টানা তিন খেলায় জয় পেয়েছে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ।

মঙ্গলবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে দল চারটির খেলা অনুষ্ঠিত হয়।

লীগের গুরুত্বপূর্ণ দুটি খেলার প্রথম ম্যাচে এ দিন গতবারের চ্যাম্পিয়ন ফাইটার রাজশাহীকে ৮ উইকেটে পরাজিত করে টুর্নামেন্টে টিকে থাকার আশার আলো জাগিয়ে রাখলো রাইমা রেঞ্জার্স। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ফাইটার রাজশাহীর অধিনায়ক সুজন।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ফাইটার রাজশাহী। দলের পক্ষে মেহেদী ২০ বলে অপরাজিত ৬০, প্রীতম ২৭ বলে ৩৮ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির হোসেন ১৬ বলে ২১ রান করেন।

১৮৭ রানের বড় টার্গেটে ব্যাট করতে এসে পাওয়ার প্লের প্রথম ৪ ওভারেই ফাইটার রাজশাহীর বোলারদের উপর চড়াও হন রাইমা রেঞ্জার্সের দুই উদ্বোধনী ব্যাটার সোহান ও রমজান। ৫ ওভারের বিনা উইকেটে তারা তুলে নেন ৮২ রান। তবে খেলার অষ্টম ওভারের মধ্যে তিন তিনটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি। তখন হাল ধরেন রাইমা রেঞ্জার্স অধিনায়ক মিজান। অবশেষে ১৮.৫ ওভারের জয়ের লক্ষে পৌছে যায় রাইমা রেঞ্জার্স।

দিনের অপর খেলায় টস জিতে প্রথমে ফিন্ডিং করার সিদ্ধান্ত নেন মুক্তি সংঘের অধিনায়ক মুক্তার আলী। নির্ধারিত ২০ ওভারে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করেন। ১৩৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে মুক্তি সংঘ। ফলে টানা তিন খেলায় জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে শামসুল আলম স্মৃতি সংঘ।