ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১১:০৭ পূর্বাহ্ন

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি কর্নার উদ্বোধন

  • আপডেট: Monday, June 13, 2022 - 10:56 pm

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে হাসপাতালের নারী ওয়ার্ডে ইসিজি কর্নার তৈরি করেছেন।

সোমবার দুপুরে চিকিৎসকদের নিজস্ব অর্থায়নে করা নারী ওয়ার্ডের ইসিজি কর্ণার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন, অর্থোপেডিক কনসালটেন্ট ডা. এএস এম আব্দুল্লাহ, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মেহেদী হাসান, গাইনি কনসালটেন্ট ডা. হামিদা পারভীনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসকবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুন বলেন, নারী রোগীদের গোপনীয়তার কথা চিন্তা করে ইসিজি কর্ণার তৈরিতে চিকিৎসকরা এগিয়ে আসেন। এখন থেকে গোপনীয়তা বজায় রেখে সকল রোগীর বিশেষ করে নারীদের ইসিজি করতে আর বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না।