ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:৫২ অপরাহ্ন

সাংবাদিকতায় এসে কেউ ‘সাংঘাতিক’ হতে পারবে না

  • আপডেট: Monday, June 13, 2022 - 10:44 pm

 

স্টাফ রিপোর্টার: বাংলদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ‘সাংবাদিকদের নিয়ম-নীতির মধ্যে কাজ করতে হবে। সাংবাদিকতার পেশায় এসে কেউ “সাংঘাতিক” হতে পারবে না। এগুলোর কোন সুযোগ নেই।’

সোমবার রাত ৮টার দিকে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে এখন চাওয়ালা, দেকানী- সবাই সাংবাদিক। এটা চলতে পারে না। আমরা ইতিমধ্যে পিআইবি ও প্রেস কাউন্সিলের মাধ্যমে সারাদেশের সাংবাদিকদের তালিকা করার উদ্যোগ গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘পিআইপি টেলিভিশন ও অনলাইনের সাংবাদিকদের তালিকা করবে। আমরা প্রিন্ট মিডিয়ার তালিকা করবো। সাংবাদিকদের নীতিমালা মেনেই কাজ করতে হবে। অন্য পেশায় থেকে যাঁরা সাংবাদিকতা করছেন, তাঁদের অবদান অস্বীকার করছি না। তবে সাংবাদিকতাই একমাত্র পেশা হওয়া উচিত। একটা সময় তাই হবে।’

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিককে অন্তত গ্রাজুয়েট হতে হবে। ৫ বছর কোন মূলধারার সংবাদপত্রের সাথে কাজ করলে তার জন্য শিথিলযোগ্য। প্রতিটি তালিকা ডিসি অফিস, সাংবাদপত্র থেকে নেওয়া হবে। আবার যাচাই-বাছাই করেই সাংবাদিক পরিচয় দেওয়া হবে। এই জন্য প্রতি ৬ মাস অন্তর অন্তর তদন্ত করা হবে।

মতবিনিময়ের শুরুতে আরইউজের পক্ষ থেকে প্রেস কাউন্সিলর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় আরইউজে সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, প্রবীণ সংবাদিক মুস্তাফিজুর রহমান আলম, আরইউজের কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুবব, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।