ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:২৫ অপরাহ্ন

সাগরদাঁড়ি এক্সপ্রেসে শর্টসার্কিট, অল্পের জন্য রক্ষা

  • আপডেট: Sunday, June 12, 2022 - 8:17 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী-খুলনা রুটে চলাচলকারী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে শর্টসার্কিটের ঘটনা ঘটেছে। রোববার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে শর্টসার্কিট হওয়া ‘ঝ’ বগিটি রেখেই খুলনা অভিমুখে ছেড়ে যায় সাগরদাঁড়ি এক্সপ্রেস।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেনটি রাজশাহী ছাড়ে। এর কয়েক মিনিট আগে প্ল্যাটফর্মে থাকা অবস্থায় ট্রেনের ‘ঝ’ বগিতে শর্টসার্কিট হয়ে ধোয়া উড়তে থাকে। বিষয়টি নজরে এলে কর্তৃপক্ষ ‘ঝ’ বগিটি ট্রেন থেকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ট্রেন ছেড়ে যাওয়ার পর শর্টসার্কিট হলে ট্রেনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে মনে করছেন যাত্রীরা। ট্রেনে এমন ঘটনা দেখে অনেক যাত্রী আর ওই ট্রেনে যাননি।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, শর্টসার্কিট থেকে ধোয়া উড়ছিল, তবে আগুন লাগেনি। তার আগেই পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে। ‘ঝ’ বগির অনেক যাত্রীকে অন্য বগিতে নিয়ে যাওয়া হয়েছে। আর যাঁরা যাননি, তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।