ধূমকেতু ট্রেনের ১০৫ যাত্রীর জরিমানা
স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে ১০৫ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। বিনাটিকিটে ভ্রমণের কারণে তাঁদের কাছ থেকে ২২ হাজার ৩১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার নিজেই বুধবার ট্রেনটিতে এ অভিযান চালান। এ ছাড়া তিনি ট্রেনটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।