ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ৫:৩৫ অপরাহ্ন

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কেউ নেই: স্বাস্থ্য মন্ত্রণালয়

  • আপডেট: Tuesday, June 7, 2022 - 7:58 pm

 

অনলাইন ডেস্ক: বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্যক্তির মাঙ্কিপক্সে আক্রান্তের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের কিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে ‘দেশে বিদেশি একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে’ মর্মে একটি তথ্য প্রচার করা হচ্ছে। যা আসলে সঠিক নয়। দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হননি। ভবিষ্যতে কোনো ব্যক্তির আক্রান্তের ঘটনা কখনো ঘটলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক তুর্কি নাগরিককে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শাহরিয়ার সাজ্জাদ জানান, ওই ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে মাঙ্কিপক্স সদৃশ কিছু উপসর্গ দেখা গেছে। সেগুলো পরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ওই ব্যক্তি মাঙ্কপক্সে আক্রান্ত হয়েছেন এমন তথ্য এখনো কেউ নিশ্চিত করেনি।