ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৪৩ পূর্বাহ্ন

রাজশাহীতে সিরাকের প্রকল্প পরিচিতি সভা

  • আপডেট: Sunday, June 5, 2022 - 9:28 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বেসরকারি সংস্থা সিরাক-বাংলাদেশের ‘অ্যাডভান্সিং এনগেইজডমেন্ট বাই সেটিং আপ আরবান ইয়ুথ কাউন্সিল ইন বাংলাদেশ’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগর ভবনের অ্যানেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি করপোরশনের (রাসিক) নগর যুব কাউন্সিল গঠন বিষয়ে স্থানীয় প্রশাসন ও টাস্কফোর্স সদস্যদের নিয়ে এই প্রকল্প পরিচিতি সভা ও নীতিমালা খসড়া প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাক-বাংলাদেশের নির্বাহী প্রধান এসএম সৈকত।

সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম, রাসিকের ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, নুরুজ্জামান টুকু, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু প্রমুখ।