ঢাকা | মে ১, ২০২৫ - ৯:৩২ অপরাহ্ন

তরুণ গবেষকদের উদ্ভাবন সুরক্ষা বিষয়ে সেমিনার

  • আপডেট: Sunday, June 5, 2022 - 9:08 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ‘তরুণ গবেষকদের উদ্ভাবন সুরক্ষা ও উন্নয়নশীল দেশে উত্তরণের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় পেটেন্টের প্রয়োজনীয়তা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর একটি চাইনিজ রেস্তোরাঁর সম্মেলন কক্ষে এই সেমিনার হয়।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে অধিদপ্তরের কর্মকর্তা ও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে তরুণদের গবেষণাকর্ম এবং বিভিন্ন উদ্ভাবনী কর্ম পেটেন্টের আওতায় নিয়ে আসার ওপর গুরুত্ব আরোপ করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিসিকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক মো. রেজাউল আলম সরকার। সভাপতিত্ব করেন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার কংকন চাকমা। সেমিনারে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশেষ অতিথি ছিলেন বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জাফর বায়েজীদ ও রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুল আলীম।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS