ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৩:৫০ পূর্বাহ্ন

রাজশাহীতে এক ডজন মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট: Sunday, June 5, 2022 - 8:58 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে এক ডজন মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জামিউর রহমান ওরফে দিপ্ত (৩৫)। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠীতলা এলাকায় তার বাড়ি।

শনিবার রাতে নগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জামিউরের বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের মোট ১২টি মামলা আছে। এরমধ্যে তিনটি মামলায় আদালতের গ্রেপ্তার পরোয়ানা জারি ছিল। তাই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।