ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে রাকাব কর্মকর্তাদের মতবিনিময়

  • আপডেট: Saturday, June 4, 2022 - 10:38 pm

স্টাফ রিপোর্র্টার: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শনিবার বিকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি ব্যাংকের ঊর্দ্ধতন নির্বাহীদের সাথে মতবিনিময় করেন।

সভায় রাকাবের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

সভায় রাকাবের সার্বিক কার্যক্রম ও আইসিটিসহ বিভিন্ন প্যারামিটারে অর্জিত সাফল্যের কথা জেনে সন্তোষ প্রকাশ করে করে রাকাবকে অভিনন্দন জানান। রাকাবের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় সহযোগীতার আশ^াস দেন।

এর আগে গর্ভনর রাকাব ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন।