ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:১৮ অপরাহ্ন

তানোরে তালগাছে উঠে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট: Friday, June 3, 2022 - 9:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে তালগাছে উঠে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে তানোরের তালন্দ উপরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপরে উঠে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মৃত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন মন্ডল (৬২)। তিনি তানোরের বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার বাবার নাম মৃত তাহির মণ্ডল।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির তালগাছে উঠে শুকনো ডগা কেটে পরিস্কার করছিলেন গিয়াস উদ্দিন। তখন গাছের ওপরেই তার মৃত্যু হয়। এরপর স্থানীয়রা ওপর থেকে মরদেহ নামান।

স্থানীয়রা ধারণা করছেন, উঁচু গাছে উঠে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।