ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৪৮ অপরাহ্ন

ব্যাংকার্স ক্লাব ক্রিকেটে চ্যাম্পিয়ন ওয়ান ব্যাংক

  • আপডেট: Friday, June 3, 2022 - 9:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ান ব্যাংক। শুক্রবার সকালে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এনআরবিসি ব্যাংককে ৪ উইকেটে হারিয়ে ওয়ান ব্যাংক চ্যাম্পিয়ন হয়।

খেলার শুরুতে টসে জিতে এনআরবিসি ব্যাংক ১৭ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। এর জবাবে ওয়ান ব্যাংক নির্ধারিত ওভারে ৪ উইকেটে জয়লাভ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। তিনি বলেন, খেলাধুলা শারীর চর্চার পাশাপাশি মানসিক চিন্তার বিকাশ ঘটিয়ে আরো প্রাণবন্ত করে তোলে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই।

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার নির্বাহী পরিচালক জীবন কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী ব্যাংকার্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে রাজশাহী ব্যাংকার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নানসহ সব ব্যাংকের রাজশাহী শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।