ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:২৩ অপরাহ্ন

রাবি ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

  • আপডেট: Thursday, June 2, 2022 - 9:57 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাশুক্রবার হচ্ছে। গত বারের মতো এবারও বিভাগীয় পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহী বিভাগের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে যান চলাচলে নিয়ন্ত্রণ বিধি আরোপ করেছে।

বৃহস্পতিবার জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির ভর্তি পরীক্ষার সময়ে আগত যানবাহনসমূহ কাজলা গেট ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং মেইন গেট দিয়ে বের হয়ে যাবে।

পরীক্ষার জন্য নির্ধারিত একাডেমিক ভবনসমূহের সংযোগকারী ছোট সড়কে কোনো যান চলাচল করতে পারবে না। ক্যাম্পাসের কোনো সড়কে ও তার আশেপাশে যানবাহন রাখা যাবে না।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাবি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।