ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:২১ পূর্বাহ্ন

রাবিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট: Tuesday, May 31, 2022 - 10:24 pm

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ২০ তলা একাডেমি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর (২০) নামের এক শ্রমিক মারা গেছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে এ দূর্ঘটনা ঘটে। মৃত সাগর (২২) নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষ্যদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সাগর। তারপর অসুস্থ্ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যলয় মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, নির্মাণাধীন ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করতে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ হাসপাতালে আছে। মৃত্যুর বিষয়টি শোনার পরপরই প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের কাছে বিষয়টি জানতে চেয়েছি। এছাড়া উপাচার্য স্যারকেও জানিয়েছি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন।